ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১০০

চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো বিসিবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৩ ২১ সেপ্টেম্বর ২০২২  

সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের পর আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। বাংলাদেশ নারী ফুটবলারদের সাফল্য ছুঁয়ে গেছে ক্রিকেট অঙ্গনকেও। সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা জানান। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিলো।

 

বুধবার  এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে তারা। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মেয়ে ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

 

সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এদিকে দেশের জন্য সম্মান বয়ে আনায়  বুধবার সকালে নেপালে বাফুফে সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক ঘোষণা করেন চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর