ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৭২২

জাপানে শিশুদের শাস্তি দিতে পারবেন না বাবা-মাও

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ২০ মার্চ ২০১৯  

জাপানে সম্প্রতি বাবা-মার নির্যাতনে এক শিশু মারা গেছে। এর জেরে দেশটি শিশুদের প্রতি সব ধরনের শারীরিক নির্যাতন নিষিদ্ধ করা হয়েছে।

গেল মঙ্গলবার জাপানের মন্ত্রিসভা শিশুদের শারীরিক শাস্তি দেয়া নিষিদ্ধে প্রস্তাব অনুমোদন করেছে। এটি চলতি পার্লামেন্ট (ডায়েট) অধিবেশনে পাস হলে আগামী বছরের এপ্রিল থেকে আইন হিসেবে কার্যকর হবে।

কিছুদিন আগে শিশু নির্যাতনের বিশাল রেকর্ড হওয়ার পরিসংখ্যান প্রকাশ করেছে জাতীয় পুলিশ সংস্থা। এরপরই প্রধানমন্ত্রী শিনজো আবে সরকার আইনটি পাস করতে চলেছে।

গেল জানুয়ারিতে শিশু মিয়া কুরিহারার (১০) শরীরে ঠাণ্ডা পানি ঢেলে দেন বাবা। একইসঙ্গে খাবার থেকে বঞ্চিত করেন। এতে ধুকে ধুকে শিশুটি মারা যায়। এ ঘটনায় পুরো জাপানজুড়ে ব্যাপক সমালোচনা চলছে।

গেল বছর মার্চে খাবার চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে বাবা-মায়ে অবহেলার কারণে টোকিওতে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়।

এরই প্রেক্ষিত্রে প্রধানমন্ত্রী আবের নেতৃত্বে মন্ত্রিসভায় শিশুদের প্রতি শারীরিক নির্যাতন হয়রানি বন্ধে আইন করার সিদ্ধান্ত আসে।

আবে বলেন, শিশুদের সুরক্ষা দিতে বড়দের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিষয়টিকে জোরালো করতেই আমরা আইনটি করলাম।

আইন প্রস্তাবে বাবা-মা, পালিত বাবা-মা কিংবা শিশু সদনগুলোতে শিশুদের শারীরিক শাস্তি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর