ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৩৬

টাইগারদের হতাশ করে প্রথম দিনেই ভারতের লিড ৬৮

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১১ ২২ নভেম্বর ২০১৯  

ইডেনে দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্টে হতাশার একদিন কাটল  বাংলাদেশের। সেখানে দুর্দান্ত দিন কাটলো ভারতের। প্রথম ইনিংসে টাইগারদের ১০৬ রানের জবাবে ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রানে দিন শেষ করল টিম ইন্ডিয়া। তাতেই ৬৮ রানের লিড নিয়েছে তারা। বিরাট কোহলি (৫৯) ও আজিঙ্কা রাহানে (২৩) রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন।

এর আগে ইন্দোর টেস্টে দুর্দান্ত পারফর্ম করা মায়াঙ্ক আগারওয়ালকে শুরুতেই ফেরান আল আমিন।  একটু স্থির হতে রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এবাদত হোসেন। 

পরে খেলা ধরেন চেতশ্বর পুজারা। তিনি তুলে নেন ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরি। ৫৫ রান করে এবাদতের শিকার হয়ে ফেরেন এ ব্যাটার। তবে তাকে সঙ্গ দেয়া কোহলি তুলে নেন ৫৪তম ফিফটি। সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন তিনি। ভারতীয় অধিনায়ককে সমর্থন জোগাচ্ছেন রাহানে।

শুক্রবার ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টস জিতে আগে ব্যাট বেছে নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

গোলাপী বলের দিবা-রাত্রি টেস্টে প্রথম খেলতে নেমে প্রথম ইনিংস ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের ৮ ব্যাটসম্যানই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৩০.৩ ওভার মোকাবেলায় এ রান সংগ্রহ করে তারা।

মুশফিক, মুমিনুল, মিঠুন মারেন ০। সর্বোচ্চ ২৯ করেন সাদামান ইসলাম। আর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন লিটন দাস। তিনি করেন ২৪ রান। ভারতের হয়ে ইশান্ত শার্মা নেন ৫ উইকেট। উমেশ যাদব ৩টি ও মোহাম্মদ শামি ২টি উইকেট শিকার করেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর