ঢাকা, ০৭ সেপ্টেম্বর রোববার, ২০২৫ || ২৩ ভাদ্র ১৪৩২
good-food
৩৪৬

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৬ ৪ আগস্ট ২০২১  

গতির বিপক্ষে ঘূর্ণির লড়াই। এই লড়াইটাই আজ মিরপুরে দেখা গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। মিচেল স্টার্ক–জশ হ্যাজেলউড বিপক্ষে সমান তালে লড়েছেন সাকিব–মেহেদী–নাসুমরা। আর এই লড়ায়ের শেষ হাসিটা হেসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে তারা। টি–টোয়েন্টিতে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের। দারুণ জয়ে ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। 

 

আগে ব্যাটিং করে ৭ উইকেট ১৩১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাফল্য এনে দেন অফ-স্পিনার শেখ মেহেদী। অ্যালেক্স ক্যারিকে শূন্য রানে বোল্ড করেন মেহেদী। মেহেদীর দেখানো পথে হাঁটেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। দ্বিতীয় ওভারে তাঁর বাতাসে ভাসিয়ে দেওয়া বল সামনে এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন জশ ফিলিপে। নুরুল হাসানের স্টাম্পিংয়ে ৯ রান করে আউট হন ফিলিপে।
 

মেহেদী-নাসুমের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভার করতে আসেন সাকিব। প্রথম বলেই সাকিবকে সুইপ করতে গিয়ে বোল্ড হন ময়জেস হেনরিকস (১)। ১১ রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। চাপে পড়ে অস্ট্রেলিয়া চতুর্থ উইকেট জুটিতে ধীরগতিতে রান তুলতে থাকে। 

 

মিচেল মার্শ ও অধিনায়ক ম্যাথু ওয়েড জুটি গড়ার চেষ্টা করেন। তাঁদের থামান নাসুম। ওয়াইড বল মারতে গিয়ে মোস্তাফিজের ক্যাচে পরিণত হয়ে ১৩ রানে ফেরেন ওয়েড। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অজিরা। ১৩২ রানের লক্ষ্যটা তখন কঠিন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই কঠিন আরও কঠিন হয় যখন অ্যাস্টন অ্যাগার ৭ রান করে নাসুমের বলে হিট উইকেটে আউট হলে। 

 

এক প্রান্তে বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে ছিলেন মিচেল মার্শ। তাঁকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের আশাটা আরও উজ্জ্বল করেন নাসুম। তুলে মারতে গিয়ে শরিফুলের হাতে ক্যাচ দেন মার্শ (৪৫)। অস্ট্রেলিয়া এই চাপটা আর জয় করতে পারেনি। মোস্তাফিজ–শরিফুল শেষ দিকে অজিদের আর দাঁড়াতেই দেননি। টার্নার (৮), টাই (০), জাম্পা (০) ও স্টার্কের (১৪) উইকেট ভাগ করেন নেন দুজন। ২০ ওভারে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। নাসুম ৪টি, মোস্তাফিজ ও শরিফুল ২টি এবং সাকিব ও মেহেদী ১টি করে উইকেট নেন। 
 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ বেশ সাবধানে শুরু করে। চতুর্থ ওভারে ফেরেন সৌম্য সরকার। জশ হ্যাজেলউডকে কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন সৌম্য (২)। পাওয়ার প্লেতে ৩১ রান তুলতে পারে বাংলাদেশ। প্রথম ওভারে উইকেটের দেখা না পেলেও নিজের দ্বিতীয় ওভারে নাঈমকে ফেরান জাম্পা। জাম্পাকে রিভার্স সুইপ করতে গিয়ে ২৯ বলে ৩০ করে ড্রেসিংরুমে ফেরেন নাঈম। 

 

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভালো যায়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তিন ম্যাচে করেছিলেন মোটে ৫৩ রান। এদিনও বেশি দূর আগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ২০ বলে ২০ আউট হয়েছেন জশ হ্যাজেলউডের বলে ক্যাচ আউট হয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেলা নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাটা ধরে রাখতে পারেননি। অ্যান্ড্রু টাইয়ের বলে ওয়াইডের অনেক বাইরের বল খেলতে গিয়ে আউট হন ৩ রানে। 

 

সাকিব আল হাসান এক প্রান্তে রান তোলার চেষ্টা চালিয়ে যান। সাকিব থামেন হ্যাজেলউডের বলে। ৩৩ বলে ৩৬ রান করে বোল্ড হন সাকিব। দলের রান তখন ৫ উইকেট হারিয়ে ১০৪। শামীম পাটোয়ারিও কিছু করতে পারেননি। ৪ রান করে স্টার্কের বলে বোল্ড হন তিনি। আফিফ হোসেনের ১৭ বলে ২৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হলে ৭ উইকেটে ১৩১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। হ্যাজেলউড ৩টি, স্টার্ক ২টি এবং জাম্পা ও টাই ১টি করে উইকেট নেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর