ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩১৬

টি-২০ বিশ্বকাপ আমিরাতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪১ ২৯ জুন ২০২১  

আসন্ন টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হচ্ছে না- আগেই  শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত তাই  হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে  আসন্ন  টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরিয়ে নেয়া হচ্ছে বলে  ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা  বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।  তবে আয়োজক হিসেবে থাকছে ভারতই। 


বিসিসিআই বলেছে, আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপটি নিজ মাঠের পরিবর্তে ইউএইতে আয়োজনের বিষয়টি  তারা  বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা  আইসিসিকে জানিয়ে দিয়েছে। 


বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন,‘বিশ্বকাপ  ইউএআইতে আয়োজনের  সিদ্ধান্তের বিষয়টি  আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি। দেশে কোভিড-১৯ অবস্থা ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকায় আমাদের হাতে আর কোন বিকল্প নেই।’


টুর্নামেন্টের ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে জুন মাসের শেষ পর্যন্ত বিসিসিআইকে সময় বেঁধে দিয়েছিল আইসিসি।


বিসিসিআই সহসভাপতি  রাজিব শুক্লা জানান, টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে  সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবু ধাবি ও শারজাহতে। স্থগিত হয়ে যাওয়া  ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) বাকি অংশও অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে ইউএইতে। 

 

কোভিডের কারণে  গত ৪ মে স্থগিতে হয়ে যায় আইপিএলের  এবারের  আসর। গত সপ্তাহে  মরুর দেশেই  শেষ হয়েছে পিএসএল। অবশ্য  আইপিএলের গত আসরও অনুষ্ঠিত হয়েছিল এখানে। 
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর