ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৫৫

টিকিট ছাড়াই পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দর্শক, ক্ষমা চাইল আইসিসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৩ ৩০ অক্টোবর ২০২১  

টিকিট ছাড়াই স্টেডিয়ামে বসে পাকিস্তান-আফগানিস্তান খেলা দেখেছেন হাজারও দর্শক। অথচ টাকা দিয়ে টিকিট কেটেও ভেন্যুতে ঢুকতে পারেননি অসংখ্য দর্শকশ্রোতা। এ ঘটনায় ক্ষমা চেয়েছে আইসিসি। সেই সঙ্গে নেপথ্য কারণে অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

 

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পাকিস্তান- আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজারের বেশি টিকিট বিক্রি করা হয়েছে। কিন্তু তাদের অনেকেই স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করতে পারেননি। অধিকন্তু হাজারেরও বেশি দর্শক বিনা টিকিটে ভেন্যুতে প্রবেশ করে ক্রিকেট উপভোগ করেছেন।

 

এ বিষয়ে এমেরিটস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) তদন্তের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। একই সঙ্গে ভুক্তভোগী দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে তারা।

 

আইসিসি বলেছে, ‘এ ঘটনায় ইসিবিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলা হয়েছে। এ থেকে শিক্ষা নেয়ার থাকলে পরামর্শ দিতে বলেছি আমরা। ভবিষ্যতে যেন এমনটা না হয়, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। টিকিট থাকা সত্ত্বেও কোনো দর্শক স্টেডিয়ামে ঢুকতে ব্যর্থ হলে ক্ষমা চাওয়া হচ্ছে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর