ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৩৩

টেস্টে সমতা আনতে আজ মাঠে নামছে টাইগাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৩ ১১ ফেব্রুয়ারি ২০২১  

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। রাজধানীতে শেরে-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে প্রথম চার দিনই আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশ। শেষ দিনেও সুযোগ এসেছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু নিজেদের করা কিছু ভুলে সেটা সম্ভব হয়নি। 
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সকাল সাড়ে ৯টা থেকে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তুমুল লড়াইয়ের পর চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তাঁর অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট।
 
ঢাকা টেস্টে জিতে এবার ট্রফি নেওয়া দেশে ফেরাই অতিথিদের মূল লক্ষ্য। কারণ সফরের শুরুতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। ওয়ানডেতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিশোধ টেস্ট সিরিজ দিয়েই নিতেই মুখিয়ে আছে।প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাসে বেশ ফুরফুরে মেজাজে আছে অতিথিরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর