ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
২৪২

ঢাকাকে বড় স্কোর করতে দিলো না রাজশাহী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৯ ১২ ডিসেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ১৩৪ রান করেছে ঢাকা প্লাটুন। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৮ রান করেন এনামুল হক বিজয়।

 ম্যাচের শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা প্লাটুন। নামের প্রতি সুবিচার করতে পারনেনি রাজধানীর প্রতিনিধিত্ব দলের ব্যাটসম্যানরা। ওপেনার থেকে তামিম থেকে শুরু করে দলের অন্য ব্যাটসম্যানরা ক্রিজে স্থায়ী হতে পারেন নি। তবে, আরেক ওপেনার বিজয় একটু ভিন্ন। ২ ছয়ে এক চারে করেন ৩৮ রান।

এদিকে টি-২০ ফেরিওয়ালা শাহীদ আফ্রিদিও বর্থ্যতার ঘোলকলা পূর্ণ করেছেন। ইংলিশ বোলার রবি বোপারা বলে শূন্য রানে ফেরেন  আফ্রিদি। রান আউট হয়ে ফিরে গেছেন আরিফুল হক। ১১ বলে তার সংগ্রহ মাত্র ৫। ১০ বলে ১৮ করেন দলপতি মাশরাফি। ওয়াহাব রিয়াজ করেন ১৯ রান।

স্কোর:
ঢাকা প্লাটুন ১৩৪/৯ (ওভার:২০)
তামিম ইকবাল ৫ (৪)
এনামুল হক বিজয় ৩৮ (৩৩)
লরি ইভান্স ১৩ (১৪)
জাকের আলী ২১ (১৯)
থিসারা পেরার ১ (৩)
আরিফুল হক ৫ (১১)
শহীদ আফ্রিদি ০ (১)
মেহেদী হাসান ৬ (১৪)
ওয়াহাব রিয়াজ ১৯ (১২)
মাশরাফী বিন মর্তুজা ১৮ (১০)

বোলার:
আন্দ্রে রাসেল ৩-০-৮-০
আবু জায়েদ রাহী ৪-০-৪৩-১
তাইজুল ৩-০-২৩-১
ফরহাদ রেজা ২-০-১৪-১
অলক কপালি ৪-০-১৮-১
মিনহাজ আবেদীন আফ্রিদি ১-০-১২-০
বরি বোপারা ৩-০-১৫-১

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর