ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৫৩

ঢাকায় খেলতে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ২৬ নভেম্বর ২০১৯  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে ম্যানইউ’র চার সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দলটি বাংলাদেশ সফর করবে কি না- সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ঢাকায় অবস্থান করছেন ক্লাবটির কর্মকর্তারা। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বছর জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকায় আসতে পারে ঐতিহ্যবাহী দলটি। এসময় জাহিদ আহসান রাসেলকে রেড ডেভিলদের সাত নম্বর জার্সি তুলে দেয়া হয়।
ম্যানচেস্টার ইউনাইটেডের এ প্রতিনিধি দলের চার সদস্য হলেন  ক্লাবটির ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান এবং দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।
এদিন সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ঢাকার ভেন্যু, খেলোয়াড়দের থাকার হোটেল, যোগাযোগ ব্যাবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে ম্যানচেস্টারের দলটি খেলতে আসবে কি না -সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে এ সফর থেকেই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর