ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৯০৩

তৃতীয় বিয়ে করলেন সালমান শাহ’র স্ত্রী সামিরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪৫ ১৫ আগস্ট ২০২১  

ঢাকাই চলচ্চিত্রে নব্বইয়ের দশকের উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি সিনেমার মাধ্যমে ঝড় তুলেছিলেন ভক্তদের হৃদয়ে। 

 

সালমান শাহ’র জীবনের গুরুত্বপূর্ণ  অধ্যায় ছিল স্ত্রী সামিরা। রহস্যময়ী এই নারীকে নিয়ে কৌতুহলের শেষ নেই। এবার জানা গেল তাকে নিয়ে নতুন খবর। সামিরা তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

 
শনিবার সালমান শাহ’র স্ত্রী সামিরার তৃতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে।  সামিরার দ্বিতীয় স্বামী মোশতাক ওয়াইজও বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সালমান শাহ’র মৃত্যুর পর সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে৷ এই সংসারে তিন সন্তানের জননী সামিরা। তবে জৌলুস আর সুখে এই সংসারও ভেঙে গেছে সামিরার। গত মাসে তাদের ডিভোর্স হয়।


 
এবার দেরি না করে সামিরা সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে বিয়ে করেছেন। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের বিয়ে হয়। 


সাবেক স্বামী মোস্তাক জানান, ‘সামিরার বিয়ের খবর সত্য। আমাদের দীর্ঘ ২২ বছরের সংসার ভেঙে গেছে। তার (সামিরার) জন্য শুভকামনা রইলো। 


এদিকে সামিরা গণমাধ্যমকে জানিয়েছেন, আমি ও মোশতাক দু’জনে মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। নতুন জীবন শুরুতেও তার কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি। বর্তমানে ইশতিয়াকের বাসায় থাকছি। তিন সন্তানও তার সঙ্গেই রয়েছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর