ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮৪৩

দ.আফ্রিকার বিপক্ষে বিশাল সংগ্রহ বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৬ ২ জুন ২০১৯  

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল  সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করেছে টাইগাররা।

এ নিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসেই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে ওয়ানতে টাইগারদের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ৩২৯। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে এ বড় রান করে তারা। আর বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ৩২২। ২০১৫ আসরে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে এ সংগ্রহ পায় লাল-সবুজ জার্সিধারীরা।

রোববার ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দুরন্ত এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম অবশ্য বেশিদূর যেতে পারেননি। দলীয় ৬০ রানে ব্যক্তিগত ১৬ রানে ফেরেন তিনি। আন্দিলে ফিকোয়াওর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ড্যাশিং ওপেনার।

তবে স্বরূপে ছিলেন সৌম্য। প্রোটিয়া পেসারদের বলগুলো একের পর এক বাউন্ডারিছাড়া করেন সব শৈল্পিক সব শটে। ৩০ বলে ৪২ রান করে তিনি শিকার হন ক্রিস মরিসের।

এরপর সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। প্রতি বলে বলে অভিজ্ঞতার ছাপ রেখে যান তারা। তাদের ১৪২ রানের জুটি ভাঙে ৩৬তম ওভারে। ইমরান তাহিরের বোল্ড হয়ে ৮৪ বলে ৭৫ রানে ফেরেন সাকিব। পরে দারুণ খেলতে খেলতে ব্যক্তিগত ২১ রান ইমরান তাহিরের দ্বিতীয় শিকার হন মোহাম্মদ মিঠুন। এরপর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। তবে তিন অংক ছুঁতে পারেননি তিনি। দলীয় ২৫০ রানে ব্যক্তিগত ৭৮ রানে ফেরেন মুশি। এতে রানের চাকা কিছুটা শ্লথ হয়ে যায়।

শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় সংগ্রহ এনে দেন মোসাদ্দেক হোসেন। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ৩৩০ রান তোলে বাংলাদেশ। মোসাদ্দেক ২৬ রানে ফিরলেও মাহমুদউল্লাহ ৪৬ রানে অপরাজিত থাকেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর