ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪৪১

দুই ছবি থেকে বাদ পড়লেন মিশা সওদাগর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৩ ১ সেপ্টেম্বর ২০২০  

 

অন্যের সমালোচনা করে এবার চিন্তায় পড়েছেন ঢাকার চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে বয়কটের কারণে ইতোমধ্যে দুটি ছবি থেকে বাদ পড়েছেন।

এ তথ্য নিশ্চিত করে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, মিশা সওদাগরকে ছবিতে রেখে প্রযোজক পরিবেশক সমিতির অনুমোদনের দুই জন প্রযোজক আবেদন করেছিলেন। মিশা সওদাগরকে বাদ দিয়ে ছবি দুটির অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ছবির শুটিংও শুরু হয়ে গেছে।

সুত্রে জানা গেছ, ছবি দুটোর কাজ শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে মিশার বিকল্প বা মিশার অভাব কাদের দিয়ে পূরণ হতে পারে? এ পর্যায়ে সামনে চলে এসেছে তিনটি নাম। তারা হলেন শতাব্দী ওয়াদুদ, আনিসুর রহমান মিলন ও অমিত হাসান।

এ প্রসঙ্গে পরিচালক এফআই মানিক বলেন, তিনজনই গুণী শিল্পী। অমিত হাসান তো চলচ্চিত্র থেকেই গড়ে ওঠেছে। তাকে দিয়ে অনায়াসে সব ধরনের চরিত্রে অভিনয় করানো সম্ভব। শতাব্দী এবং মিলনও গড়ে ওঠেছেন গোড়া থেকে। তাদের শিরা-উপশিরায় প্রবাহিত হচ্ছে অভিনয়ের রক্ত।
অনেকেই বলছেন, অনন্ত জলিল তার ছবিতে হিরো আলমকে নেন। কিন্তু মিশা সওদাগর জোর করে তাকে বাদ দিতে বাধ্য করান। এখন সেই একগুয়েমির পরিনাম ভোগ করতে হচ্ছে খলনায়ক মিশাকে। তাছাড় সংগঠনের দায়িত্ব পাবার পর তিনি বেশ সমালোচনার মুখোমুখি হয়েছেন। 

নির্মাতা মানিকের এই মূল্যায়নকে কাজে লাগাতে যদি নির্মাতারা এগিয়ে আসেন তাহলে চাহিদা থাকা সত্ত্বেও মিশা সওদাগর আড়ালে চলে যাবেন। মিশা সওতদাগরের চলচ্চিত্রে একটা ক্যারিয়ার আছে। শিল্পী সমিতির সভাপতি থাকার জন্য  তিনি কী ক্যারিয়ার থেকে সরে যাবেন?

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর