ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬৯১

দুশ’ আটচল্লিশেই ফাইনালে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৪ ১৩ মে ২০১৯  

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৪৭ রান। টস জিতে আগে ব্যাটিং করে শাই হোপ ও জেসন হোল্ডারের হাফসেঞ্চুরিতে মাঝারি মানের সংগ্রহ করতে সক্ষম হয় ক্যারিবিয়রা।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন সিরিজে এ পর্যন্ত দুটি সেঞ্চুরি হাঁকানো হোপ। মাশরাফি বিন মুর্তজার বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১০৮ বল মোকালোয় ৬টি চার এবং ১টি ছক্কা হাঁকান তিনি।

ক্যারিবিয়দের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করা হোল্ডারও শিকার হন মাশরাফির। ৭৮ বল মোকাবেলায় ৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এছাড়া দলের তৃতীয় সর্বোচ্চ ২৩ রান করেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান সুনিল আ্যামব্রিস। ১৯ বল মোকাবেলা করা আ্যামব্রিসও শিকার হন বাংলাদেশ অধিনায়কের।

বাংলাদেশি বোলারদের তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের ৬ ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। মোস্তাফিজুর রহমান ৪৩ রানে শিকার করেন ৪ উইকেট। মাশরাফি নেন ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর