ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৮০

দেশে ফিরে বাবার জন্য দোয়া চাইলেন মারুফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০০ ২১ মার্চ ২০২১  

চলচ্চিত্রনির্মাতা কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ভর্তি হয়েছেন হাসপাতালে। খবর পাওয়ার পরই ১৭ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছেলে অভিনেতা কাজী মারুফ।

ঢাকা বিমানবন্দরে নেমেই মারুফ চলে যান হাসপাতালে। বাবার দেখাশোনা করছেন। মারুফ বলেন, ‘আমার দেশে আসার কথা ছিল আরো পরে। কিন্তু বাবা করোনায় আক্রান্ত শুনে আর অপেক্ষা করতে পারিনি।
 
তিনি আরো বলেন, আজ আমি মারুফ হয়েছি, সারা দেশের মানুষ আমাকে চিনেছে বাবার জন্যই। তিনি শুধু সন্তান নয়, একজন অভিনেতা মারুফকে জন্ম দিয়েছেন। এই কৃতজ্ঞতা এক জীবনে শোধ হবে না। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই।

‘ইতিহাস’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক মারুফের। প্রথম ছবিতেই পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজী হায়াৎ ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘দেশদ্রোহী’, ‘লুটতরাজ’, ‘তেজী’সহ অর্ধশতাধিক ছবি পরিচালনা করেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর