ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
good-food
৩৯৭

দেশের সব টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে হবে-পাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৭ ১৮ মার্চ ২০২১  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)  সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন থেকে দেশের সব টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে হবে। 
সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব-আনন্দে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  সভাপতি এঘোষণা দেন।
বুধবার বিসিবির উদ্যোগে মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুপুরে  দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। 
 
পাপন জানান, দেশের মাটিতে যত ক্রিকেটীয় আসর আছে এ বছর সবগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হবে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট আছে দেশে, তার সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’

দেশের বাইরে কোনো সিরিজ কি বঙ্গবন্ধুর নামে আয়োজন সম্ভব? এ প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এটা আসলে আমাদের হাতে না। সেটা যাদের সাথে খেলা, ওই দেশ ডিসাইড করে সিরিজের নাম কি হবে। এটা এখন পর্যন্ত আমরা চিন্তা করে দেখিনি। তবে দেশে ঘরোয়া বা আন্তর্জাতিক যে খেলাই হোক, আমরা বঙ্গবন্ধুর নামে করব।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর