ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৫৮

দেয়াল টপকে সাকিবের সঙ্গে সেলফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪১ ২৭ এপ্রিল ২০২২  

বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রিয় ক্রিকেটারকে কাছ থেকে দেখে অনেকেরই সাধ মেটে না। কেউ তাদের একটু ছুঁয়ে দেখতে চায়। কেউবা স্মৃতি ধরে রাখার জন্য তুলতে চায় একটা সেলফি। 

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) ডিপিএলের সুপার লিগের ম্যাচে সাকিবের দল লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের। এ ম্যাচেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। রূপগঞ্জের ফিল্ডিংয়ের সময় বিকেএসপির দেয়াল টপকে মাঠে ঢুকে পড়ে এক ভক্ত। অবশ্য প্রিয় ক্রিকেটার সাকিবের সঙ্গে ছবি তুলেই সন্তুষ্ট থেকেছেন সেই ভক্ত। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের সাথে অতীতে দেখা গেছে এমন ঘটনা। 

 

আইন ভঙ্গ করা ভক্তকে পাকড়াও করতে এ সময় মাঠের দায়িত্বপ্রাপ্তরা ছুটে আসেন। তবে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে নেওয়ার সময় রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাধা দেন। মাশরাফি তাকে ছেড়ে দিতে বলায় নিরাপত্তারক্ষীরাও ছেড়ে দেন। যেভাবে এসেছিলেন, ঠিক সেভাবেই দেয়াল টপকে মাঠ থেকে চলে যান সেই ভক্ত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর