ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৪৪৮

ধোনিকে ধরে ফেললেন কোহলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১০ ১৬ ফেব্রুয়ারি ২০২১  

চেন্নাই টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির ভারত। এ নিয়ে দেশের মাটিতে তার নেতৃত্বে ২১তম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল দলটি।


এতে ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করলেন কোহলি। অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ে যৌথভাবে শীর্ষে আছেন তারা।


সবমিলিয়ে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক কোহলি। ৫৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে টিম ইন্ডিয়াকে ৩৪টিতে জয়, ১৪টিতে হার এবং ১০টি ড্র’র স্বাদ দিয়েছেন তিনি।


এরপরই আছেন ধোনি। সবমিলিয়ে ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ২৭টিতে জয়, ১৮টিতে হার ও ১৫টি ড্র’র স্বাদ দিয়েছেন তিনি।


এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার নেতৃত্বের পরিসংখ্যান- ৪৯ ম্যাচে ২১টিতে জয়, ১৩টিতে হার এবং ১৫টিতে ড্র।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর