ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩৪৬

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে বাংলাদেশ ছাড়লেন লঙ্কান ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ২৪ মে ২০২২  

শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হয়েছিল শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশারাকে। তাঁর আচরণ নিয়ে অভিযোগ উঠেছে। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কামিলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলেই পরবর্তী শাস্তি ঘোষণা করবে বলে দেশটির বোর্ড।

 

ঠিক কোন অপরাধে এসএলসি কামিলকে ডেকে পাঠিয়েছে; সেটি তারা খোলাসা না করলেও শ্রীলঙ্কার একাধিক সংবাদমাধ্যম বলছে, নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি।  কামিলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এটিই প্রথম নয়। অনূর্ধ্ব-১৯ দলে থাকতে নেশাজাতীয় দ্রব্য খেয়ে অশালীন আচরণ করেছিলেন তিনি।

 

শ্রীলঙ্কার হয়ে তিনটি টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়নি কামিলের। এবার বাংলাদেশ সফরে লঙ্কানদের ১৮ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল ২১ বছর বয়সী ব্যাটারকে। তবে চট্টগ্রামের পর ঢাকা টেস্টের একাদশেও জায়গা না হওয়ায় ‘পর্যটকের’ ভূমিকা পালন করতে হচ্ছিল তাঁকে। আচরণবিধি ভঙ্গের দায়ে শেষ পর্যন্ত বাজে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছাড়তে হচ্ছে কামিলকে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর