ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৪ ভাদ্র ১৪৩২
good-food
৩১৬

নায়িকা হিসেবে ছবিতে অভিষেক হচ্ছে দীঘির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১০ ২ মার্চ ২০২১  

অভিষেকে একসঙ্গে দুই সিনেমা মুক্তি প্রসঙ্গে দীঘি বলেন, টেনশন হচ্ছে। জানি না দর্শক কীভাবে গ্রহণ করবেন। প্রত্যাশা করছি ভালো কিছুর।


 
শিশুশিল্পী হিসেবে লম্বা সময় পর্দা কাঁপিয়েছেন ‘চাচ্চু’খ্যাত দীঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার দেখার পালা নায়িকা হিসেবে তিনি কতোটা সফল হতে পারেন।

 

শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়েই নায়িকার খাতায় নাম লেখান দীঘি। এতে তার বিপরীতে আছেন আরেক তরুণ নায়ক শান্ত খান।

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। জানা গেছে, এই ছবিতে উঠে আসছে বঙ্গবন্ধু তারুণ্যের কিছু গল্প।

 

অন্য ছবি ‘তুমি আছো তুমি নেই’ নির্মাণ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে দীঘির নায়ক হিসেবে আছেন আসিফ ইমরোজ। ছবিটির গল্প রোমান্টিক ও বিরহে গাঁথা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর