ঢাকা, ০৩ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ১৯ ভাদ্র ১৪৩২
good-food
২৩১

নিউজিল্যান্ড সিরিজ বাতিলের সুযোগ নেই: পাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৭ ১৮ ডিসেম্বর ২০২১  

করোনার কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত এমনই খবর শোনা যাচ্ছিল ক্রিকেটপাড়ায়। তবে দুপুরেই উল্টো সংবাদ। আপাতত সেই সফর বাতিলের কোনো সুযোগ নেই।

 

বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তিনি বলেন, কোয়ারেন্টাইনে অস্বস্তি বোধ করছেন ক্রিকেটাররা। তারা দেশে ফিরে আসতে চায়। কিন্তু এখনই তা সম্ভব হচ্ছে না। আপাতত নিউজিল্যান্ড সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা নেই।

 

২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। ইতোমধ্যে করোনা পজিটিভ হয়েছেন দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ফলে মুমিনুল হকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এতে অস্বস্তি বোধ করছেন তারা।

 

আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে টাইগারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি হেরাথের করোনা পরীক্ষার ফলাফলও নির্ভর করছে এর ওপর। যদি তিনি ওমিক্রনে আক্রান্ত হন, তাহলে নিশ্চিতভাবে কোয়ারেন্টিনের সময়সীমা বাড়বে। স্বাভাবিকভাবেই এতে অনুষ্ঠেয় সিরিজ নিয়ে জটিলতা সৃষ্টি হবে।

 

বিসিবি প্রেসিডেন্ট বলেন, বায়োবাবলের কড়াকড়িতে কিউই মুলুকে স্বস্তিতে নেই ক্রিকেটাররা। ২১ ডিসেম্বর কোভিড-১৯ টেস্টের ফল পাওয়ার পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

 

তিনি বলেন, গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা খেলার মধ্যে আছে মুমিনুলরা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার চার/পাঁচদিন পরই বিপিএল শুরু হতে পারে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এই ব্যস্ততা চলবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর