ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১০২৫

নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য আমাদের আছে: সুজন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৬ ৫ জুন ২০১৯  

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটির ভেন্যু । এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য আমাদের আছে।

খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘সবকিছু উইকেটের ওপর নির্ভর করবে। কিন্তু আমরা প্রস্তুত। প্রথম ম্যাচে যে চারজন একাদশে সুযোগ পায়নি তারা প্রত্যেকেই দুর্দান্ত ক্রিকেটার। আমাদের বেঞ্চ খুব শক্তিশালী। নিউজিল্যান্ডে সেঞ্চুরি করেছিল সাব্বির। লিটন ভালো পারফর্ম করছে। নেটে রুবেল দারুণ বল করছে। আয়ারল্যান্ডে রাহি নিজেকে প্রমাণ করেছে। সুতরাং, উইকেট দেখে যদি আমাদের প্র্যাক্টিকাল কোনো পরিবর্তন আনতে হয় তার জন্য আমরা প্রস্তুত। নিউজিল্যান্ড দলের প্রতি সম্মান রেখে বলছি, তারা খুব শক্তিশালী একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, তাদেরকে হারানোর সামর্থ্য আমরা রাখি।’

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেছেন, ‘মোস্তাফিজের ফেরাটা আমাদের জন্য শক্তির জায়গা। নেটে সে অসাধারণ বল করছে, যেটা অবিশ্বাস্য। সে নেটে যে বল করে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সে তার ৮০ শতাংশ করেছে। আমার বিশ্বাস, সে আরো ভালো করবে।’

সুজন বলেছেন, ‘আপনি যদি আমাদের ব্যাটিং লাইন আপের দিকে তাকান তাহলে দেখবেন, চারজন খেলোয়াড় খুবই অভিজ্ঞ। বোলিংয়েও আমাদের চারজন অভিজ্ঞ বোলার আছে। মাশরাফি, সাকিবকে নিয়ে কোনো সংশয় নেই। তারপর আমাদের রুবেল, মোস্তাফিজ আছে। এমনকি মিরাজও এখন অভিজ্ঞ বোলার। সে অনেক ম্যাচ খেলে ফেলেছে। এখন আমরা বলতে পারি, সেমিফাইনালের জন্য আমরা শক্তিশালী প্রতিযোগী।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের কথা টেনে সুজন বলেছেন, ‘ফিল্ডিংয়ে আমরা ভালো করেছি। ছেলেরা সত্যিই অনেক কষ্ট করেছে। কিন্তু আমরা কিছু ক্যাচ মিস করেছি। রান আউটের কয়েকটা সুযোগ মিস করেছি। এই ধরনের কন্ডিশনে আমাদের জন্য এটি ব্যয়বহুল হতে পারে।’

গত ২ জুন কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। পরে ৮ উইকেটে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর