ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
৪০৯

নিউজিল্যান্ডে ইতিহাস গড়বে বাংলাদেশ : হার্শা ভোগলে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৬ ৪ জানুয়ারি ২০২২  

ভারতের খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন,  কাল ৫ (জানুয়ারী) নিউজিল্যান্ডে  ইতিহাস গড়বে বাংলাদেশ। ক্রিকেট বিশ্লষক ভোগলে নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্টে নজর রাখছেন।

 

তৃতীয় দিনে লিটন দাসকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। আজ চতুর্থ দিনের খেলা শেষে হার্শা ভোগলের টুইট, 'মাউন্ট মঙ্গানুইয়ে নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এটা হবে বাংলাদেশের জন্য বিরাট এক ব্যাপার। ব্যাটিংটা তারা দৃঢ়তার সঙ্গেই করেছে। এখন তারা পেস বোলিং দিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে।'


মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন শেষে  মোটামুটি জয়ের পথে বাংলাদেশ।  পঞ্চম দিন কিউইরা মাত্র ১৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামতে হবে। তাদের হাতে আছে মাত্র ৫ উইকেট। একমাত্র ব্যাটাসম্যান  রস টেইলর আছেন। ফর্মহীনতার কারনে ইতোমধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।

 

মঙ্গলবার দুইবার জীবন পেয়েছেন। রস টেইলর আউট হলে ম্যাচে বড় স্কোর গড়া কঠিন হবে কিউইদের। এই ম্যাচ জিততে পারলে রীতিমতো ইতিহাস গড়বে টাইগাররা। যেকোনো ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারানো বিরাট ব্যাপার। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর