ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
৩৫১

নিউজিল্যান্ডের সামনে বিরল নজিরের হাতছানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৯ ১৪ নভেম্বর ২০২১  

টি ২০ বিশ্বকাপের ফাইনালে দুবাইয়ে অস্ট্রেলিয়ার সামনে নিউজিল্যান্ড। অজি বা কিউই, কেউই টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। ৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে নিউজিল্যান্ড একবারও বিশ্বকাপ জিততে পারেনি। তবে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে তুলেছে ভারতকে হারিয়ে।

 

আর সে কারণেই বিরল নজিরের সামনে নিউজিল্যান্ড। এতে এক বছরে দুটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বিরল নজির গড়তে পারবেন কেন উইলিয়ামসনরা। ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে অজিদের বিপক্ষে বিরাট পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেও কেন উইলিয়ামসনের দল হেরে যায় ইংল্যান্ডের কাছে।

 

যদিও বিশ্বের ১ নম্বর টি ২০ দল তথা ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইয়ন মর্গ্যানদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়ে ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার টি ২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছে কিউইরা। তবে সেমিফাইনালে স্টাম্প আউট হয়ে ব্যাটে ঘুষি মেরে ডান হাতের হাড় ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ওই ম্যাচে জয়ের অন্যতম কারিগর ডেভন কনওয়ে। এদিন কেন উইলিয়ামসন জানিয়েছেন, চলতি বিশ্বকাপে একটি ম্যাচ খেলা টিম সেইফার্ট প্রথম একাদশে আসবেন।

 

কনওয়ে হাতে প্লাস্টার নিয়েই কনওয়েকে প্র্যাকটিস করিয়েছেন টি ২০ বিশ্বকাপ ফাইনালে নামার আগে। সেইফার্ট গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্স। এ বছরের আইপিএলে রানার-আপ কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন।

 

দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্ট উইলিয়ামসন বলেন, আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটাররা রয়েছেন। তারা বিভিন্ন দলের হয়ে খেলেন এবং বড় শট খেলতে ভালোবাসেন। তেমনই একজন সেইফার্ট। তবে ডেভনকে না পাওয়া বড় ক্ষতি। তিনি সব ফরম্যাটে দলের অন্যতম বড় ভরসাও। দুর্ভাগ্যজনকভাবে ছিটকে গিয়েছেন।

 

সব ধরনের ফরম্যাট মিলিয়ে ২১২টি ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ৫১ বার হারিয়েছে নিউজিল্যান্ড। টি ২০ বিশ্বকাপে একটি সাক্ষাত-সহ। নিউজিল্যান্ডের গায়ে বছরের পর বছর ধরে সেঁটে থাকা আন্ডারডগ তকমা টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলার পর থাকা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যেহেতু এসবে তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই, তাই বিষয়টি নিয়ে ভাবছেন না উইলিয়ামসন।

 

তিনি বলেন, চলতি বছরে ডাবল (পরপর দুটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন) হলে ভালো লাগবে। কিন্তু বাস্তবে একটি ক্রিকেট ম্যাচই হতে চলেছে। আমরা সেদিকে তাকিয়ে নিজেদের খেলাতেই ফোকাস রাখছি। যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি যথাযথ প্রয়োগ করারই লক্ষ্য থাকবে। দুই প্রতিবেশী দেশ আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে, ফলে আমরা সকলেই ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছি।

 

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর