ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৮৭

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪৪ ২০ সেপ্টেম্বর ২০২২  

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। 


সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলার শুরুতেই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে গোলটি করেন তিনি। এরপর দ্বিতীয় গোল করেন কৃষ্ণা রাণী সরকার। খেলার ৪১ মিনিটের মাথায় গোল করে জয়ের পথে একধাপ এগিয়ে যায় বাংলাদেশ।

 

বিরতির পর আক্রমণে গতি বাড়ায় নেপাল। ফলও হাতেনাতে পায়। ৭০ মিনিটে গোলের দেখা পায় তারা। সতীর্থের পাস থেকে বাংলাদেশের এক ডিফেন্ডারের পা হয়ে বক্সের ভেতরে বল পেয়ে যান অনিতা বাসনেত। ডান পায়ের জোরালো শটে জাল কাঁপাতে কোনও ভুল হয়নি এই ফরোয়ার্ডের।

 

তবে কামব্যাক করতে সময় লাগেনি বাংলাদেশের মেয়েদের। ৭৭ মিনিটে আবারও উৎসবে মাতে সাবিনারা। মনিকা চাকমার ডিফেন্স চেরা পাস থেকে ডান দিক দিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেন কৃষ্ণা রানী।

 

শেষ পর্যন্ত ৩-১ স্কোরলাইন রেখে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের আনন্দে মেতেছে বাংলার দামলা মেয়েরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর