ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৬৬

‘নয়া দামান’ গানে ঢামেকের তিন চিকিৎসকের নৃত্য ভাইরাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৪ ২৯ এপ্রিল ২০২১  

করোনার শুরু দিকে পিপিই পরা ভারতীয় চিকিৎসকদের নাচের একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নাচের একটি ভিডিও। ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল হতে শুরু করে।

সোমবার ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।  ক‌্যাপশনে লিখেন, কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন‌্য সার্জনদের নাচ। ভিডিওতে ডা. শাশ্বত চন্দনের সঙ্গে ‘নয়া দামান’ গানের তালে নেচেছেন ডা. কৃপা বিশ্বাস এবং ডা. আনিকা হোসাইন খান। এ গানের সঙ্গে তাদের নাচ মুগ্ধ করেছে নেটাগরিকদের। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রশংসায় ভাসছে।

ডাক্তাররা জানান, সারাক্ষণ করোনা ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীদের উৎসাহ দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা।

২৬ এপ্রিল সন্ধ্যায় পোস্ট করা ভিডিওটিতে এখন পর্যন্ত ৭০ হাজার লাইক পড়েছে আর ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার বার। ভিডিওটিতে কমেন্ট করেছে প্রায় আড়াই হাজার।

ভিডিওতে ফারহানা সুপ্তি নামে একজন মন্তব্য করেছেন, অনেক ভালো লাগছে, সবারই কাজের ফাঁকে নিজেকে ভালো রাখা উচিত। নিজে ভালো থাকলে, অন্যকে ভালো রাখা যায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর