ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৬৩৫

পদত্যাগ করেননি ডমিঙ্গো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৩ ২৫ আগস্ট ২০২২  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাসেল ডমিঙ্গো। এ খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তা উড়িয়ে দিয়েছে।

 

সম্প্রতি ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। আপাতত বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের প্রধান কোচ তিনি। তার সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের নভেম্বর পর্যন্ত।

 

এবার প্রধান কোচ ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। শোনা যাচ্ছে, নতুন নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

 

এশিয়া কাপের আগে প্রস্তুতি পর্বে থাকতে বাংলাদেশে আসেন ডমিঙ্গো। তবে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর দেশে ফিরে গেছেন তিনি।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) চাউর হয়, বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে দিয়েছেন ডমিঙ্গো। সামাজিক যোগাযোগমাধ্যমও এ সংবাদ দ্রুত সয়লাব হয়ে যায়।

 

তবে ডমিঙ্গো বলেন, খবরটি সত্যি নয়, এখন এ নিয়ে কথা বলতে চাই না। তবে জেনে রাখুন আমি পদত্যাগ করিনি।

 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও এ খবরে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ডমিঙ্গো কোনো চিঠি বা পদত্যাগপত্র আমাদের দেননি। মৌখিকভাবেও এ ধরনের কিছু বলেননি। তিনি আমাদের প্রধান কোচ। এখন পর্যন্ত এটিই সত্যি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর