ঢাকা, ৩১ আগস্ট রোববার, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
good-food
২১৪

পিএসজি ছাড়ছেন মেসি!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৩ ১০ জানুয়ারি ২০২২  

গত মৌসুম তো বটেই গেল বছরের আগস্টে সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর দলবদলের সাক্ষী হয়েছে সকার সমর্থকরা। লিওনেল মেসি আর বার্সেলোনা যেখানে সমর্থক, সেখানে দলবদল-সত্যি বলতে কোনো ফুটবলপ্রেমী স্বপ্নেও হয়তো এতটা ভাবতে পারেনি।

 

তবে ক্রীড়াজগতের অভিধানে অসম্ভব বলতে কিছু নেই। গত আগস্টের আগেও যা ছিল কল্পনাতীত, তাই হয়েছে বাস্তব। বর্তমান ফুটবল চলচ্চিত্রের সেরা শিল্পী বদলে ফেলেন নিজের আস্তানা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে যোগ দেন অচেনা গণ্ডির পিএসজিতে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার আশায় লিওনেল মেসিকে উড়িয়ে এনেছিল নাসের আল খেলাইফির দল।

 

এ ছাড়া আগে থেকেই দলে ছিল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলিয়ান নেইমারের মতো তারকারা। কিন্তু বিশ্বসেরা ফুটবলারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে উঠলেও মাঠের লড়াইয়ে সেটির আঁচ দেখা যায়নি। এক ম্যাচ জয় তো আরেক ম্যাচে হার কিংবা ড্র। গেল কয়েক মাসে এই চিত্রনাট্যেই এগিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আর এমন ব্যর্থতার জন্য সমালোচকদের তীর বিদ্ধ করেছে কেবল মেসিকেই।


হবেই না বা কেন! বার্সেলোনার সঙ্গে দীর্ঘ পাঠ চুকিয়ে নতুন ক্লাবে থিতু হওয়ার পর খুদে ফুটবল জাদুকর মেসিকে নিয়ে স্বপ্ন বাড়ছিল প্যারিস জায়ান্টদের। কিন্তু যেন ক্যারিয়ারের সেরা দুঃসময় পার করেন মেসি। অভিষেক গোলের দেখা পেতেই অপেক্ষা করতে হয়েছিল অনেকটা সময়। লিগ ওয়ানে ১১ ম্যাচে করেছেন মাত্র একটি গোল।
 

এদিকে, শোনা যাচ্ছে চলতি মৌসুম পরেই থমকে যেতে পারে মেসি-পিএসজি সম্পর্ক। যদিও এমন মন্তব্য মেসির সাবেক ক্লাব বার্সেলোনার এক সময়ের মিডফিল্ডার লোবো কারেস্কার। তার মতে, যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তবে মেসির সঙ্গে ক্লাবের করা দুই বছরের চুক্তি এক বছরেই থমকে যেতে পারে।  
 

লোবো কারেস্কা স্প্যানিশ চ্যানেল 'এল চিরিঙ্গিতো'কে বলেন, 'পিএসজিতে সুখে নেই মেসি। ওরা যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে খুবই ভালো। মেসি দলে থাকবে। আর চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে ক্লাব ছাড়ার চিন্তাভাবনা করবে সে। আমার মনে হয় ও তখন ক্লাব ছাড়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সামনের কয়েক মাস তাই অনেক গুরুত্বপূর্ণ।'
 

এদিকে, এমন একটা কথাও শোনা যাচ্ছে যে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে মানছেন না মেসি! আর এমন কথা রটায়, যখন করোনা আক্রান্ত হওয়ার পরও কোচকে কোনো তথ্য জানায়নি সে। আর তাই সে প্রসঙ্গে কারেস্কার মন্তব্য, এটা কোচের প্রতি অসম্মান।
 

তিনি বলেন, ‘অবশ্যই কোচকে সম্মান করতে হবে। সবার আগে কোচ। মেসি কোথায় এই ব্যাপারে পচেত্তিনো কোনো খবর জানতেন না, এইটা খুব অবাক করেছে আমাকে।’


এদিকে করোনা নেগেটিভ হলেও লিঁও-এর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে রোববার (৯ জানুয়ারি) খেলেননি মেসি। দলের সেরা তারকার অনুপস্থিতির দিনে জিততে পারল না প্যারিসের জায়ান্টরাও। লিগ ওয়ানের ম্যাচে লিঁও-এর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।
 

ম্যাচের সপ্তম মিনিটেই দুই ব্রাজিলিয়ানের দারুণ পাসে এগিয়ে যায় লিঁও। ব্রুনো গোমারেজের দারুণ পাস থেকে বল পিএসজির জালে পাঠান লুকাস পাকেতা। এরপর যদিও ম্যাচের ২১ তম মিনিটে সমতার সুযোগ পেয়েছিল পচেত্তিনোর শিষ্যরা। পারেদেসের শর্ট লক্ষ্যভ্রষ্ট হয়।

 

ম্যাচে ফিরতে মরিয়া পিএসজি বারবার আক্রমণ শানালেও কাজে আসছিল না কিছুই। মেসি-নেইমারদের অনুপস্থিতিতে একমাত্র ভরসা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও হতাশ করেছেন এদিন। তবে শেষদিকে কেহরারের গোলে হার এড়ায় পিএসজি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর