ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৩৭৫

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৮ ৬ জুলাই ২০২১  

পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে ১-০ গোলে জিতে মহাদেশীয় আসরটিতে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল তিতের শিষ্যরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও পেরু। আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া সেলেকাওদের অবশ্য বিরতির পর পেরু বেশ চেপে ধরে। তবে গ্রুপ পর্বের পর এবারও হারতে হলো দলটিকে।


খেলার ৩৫তম মিনিটে ব্রাজিলকে রুখেত পারেননি গায়েসে। মাঝ মাঠ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় ডি-বক্সে ঢুকে যান নেইমার। সেখান থেকে অসাধারণ তিন ডিফেন্ডারকে কাটিয়ে অরক্ষিত পাকুয়েতাকে পাস দেন।  এক শটে গোল করেন অলিম্পিক লিওঁর এই মিডফিল্ডার।

বিরতির পর ম্যাচে ফেরার আপ্রান চেষ্টা করে পেরু। ৫০তম মিনিটে নিজেদের অর্ধ থেকে ইয়োশিমার ইয়োতুনের বাড়ানো বল ধরে ডি বক্স থেকে শট নেন জানলুকা লাপাদুলা। ঝাঁপিয়ে কোনোমতে ফেরান এদেরসন। 

 পেরু আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর