ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
২২৯

প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৩ ২৯ অক্টোবর ২০২১  

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে হতাশাজনক হারের পর জয়ের খোঁজে রয়েছে বাংলাদেশ। একই দশা ওয়েস্ট ইন্ডিজেরও। জয় পেতে মরিয়া তারাও। এ অবস্থায় এই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

 

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে তারা। এবার উইন্ডিজের কাছে হারলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে টাইগারদের।  একই অবস্থা ক্যারিবীয়দেরও। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে তারা। এতে প্রিয় সংস্করণের বিশ্বমঞ্চে সেমির আগেই ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের।

 

সুতরাং দ্বিতীয় ফাইনালের আশা  টিকিয়ে রাখতে জয় ছাড়া  বিকল্প নেই দুই দলেরই। এক্ষেত্রে ২০০৭ বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া জয় বাংলাদেশকে উদ্বুদ্ধ  করতে পারে। টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা ব্যাটিং নিয়ে হতাশ। যে কারণে শুরুটা শুভ করতে পারিনি। আমাদের পুনরায় মূল্যায়ন দরকার। সুপরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’

 

দলে দারুণ সব পাওয়ার হিটার থাকা সত্ত্বেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে তাদের অপ্রস্তুত ও অগোছালো দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্যারিবীয়দের হারানোর এটাই ভালো সুযোগ বাংলাদেশের। যদিও ধারাবাহিকতার অভাব রয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার ভালো। ১২ ম্যাচে পাঁচটিতে জিতেছে টাইগাররা। হেরেছে ছয়টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর