ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৪০৮

প্রেগন্যান্সি নিয়ে বই লিখলেন কারিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৬ ২০ ডিসেম্বর ২০২০  

ছেলে তৈমুর আলি খানের জন্মদিনে দারুণ খবর দিলেন কারিনা কাপুর। তিনি জানালেন, শিগগির তার বই বাজারে আসছে। 

 

দেখতে দেখতে রবিবার (২০ ডিসেম্বর) চার বছরে পা দিল তৈমুর। স্বভাবতই পুত্রের জন্মদিনে উচ্ছ্বসিত মা। তাই সেই অনুষ্ঠানেই নিজের প্রথম বই প্রকাশ্যে আনলেন কারিনা। শুভদিনেই ভক্তদের সঙ্গে তা শেয়ার করলেন তিনি।

 

বইটির নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। ২০২১ সালের শুরুতেই সেটি বাজারে আসছে।

 

এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন কারিনা। বইটিতে এই দুইবার অন্তঃসত্ত্বা তথা মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি।
 

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে বলিউড নবাব সাইফ আলি খান পত্নী লেখেন, আমার প্রথম বই প্রকাশ্যে আনার উপযুক্ত দিন আজ। এটি সব মায়েদের জন্যই। এতে অন্তঃসত্ত্বা অবস্থায় সকালে অসুস্থ্যতা থেকে ডায়েট, ফিটনেস এবং মা হওয়া-সবকিছুই বলব আমি। বইটি আপনাদের পড়াতে আমার তর সইছে না। ২০২১ সালেই এটি বাজারে আসবে।

 

কারিনাকে আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’তে দেখা যাবে। এতে মূল চরিত্রে  অভিনয় করবেন মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। এর আগে তাদের ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিস কাঁপায় এবং রেকর্ড ব্যবসা করে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর