ঢাকা, ১৩ সেপ্টেম্বর শনিবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৮২৫

ফণীর প্রভাবে বাংলাদেশ-লাওস যুগ্ম চ্যাম্পিয়ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ৩ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ফণীর কারণে মাঠে গড়ায়নি বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলের ফাইনাল। শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি বাতিল করা হয়েছে। রিজার্ভ ডে না থাকায় আয়োজক বাফুফে বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী প্রেসবক্সে এসে এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফণীর কারণে সবাই মিলে ফাইনাল বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে। তবে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ানোর জন্য সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করছি।

যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হওয়ায় এখন প্রাইজ মানিও ভাগাভাগি করে নেবে দুই দল। সালাম মুর্শেদী বলেন, চ্যাম্পিয়ন ও রানার্স আপের জন্য প্রাইজমানি ছিল। যেহেতু ফাইনাল হয়নি, তাই প্রাইজমানি ভাগাভাগি করে দেয়া হবে।

চ্যাম্পিয়নদের জন্য ২৫ হাজার ডলার ও রানার্সআপদের জন্য ১৫ হাজার ডলার প্রাইজমানি নির্ধারিত ছিল।বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী আসর ছিলো এবার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর