ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৩৮

ফর্মে ফিরতে কোহলিকে আরও দুই সন্তান নেয়ার পরামর্শ ওয়ার্নারের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৬ ৬ মে ২০২২  

ভারতের মতো ক্রিকেট দলে যেখানে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন একাধিক ক্রিকেটার, সেখানে ফর্মহীন কেউ অটো চয়েস হবেন সেটা ভাবা যায় না। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলির দীর্ঘ ফর্মহীনতা নিয়ে সমালোচনা-বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। আসরে এপর্যন্ত ১১ ম্যাচে ২১.৬০ গড়ে তিনি করেছেন ২১৬ রান, স্ট্রাইকরেট ১১১.৯১। যা কোহলির নামের সঙ্গে বড্ড বেমানান।

 

৩৫ বর্ষী কোহলি গত ম্যাচে অবশ্য ফিফটি করেছেন, সেটি আবার ৫৩ বলে ৫৮ রানের ইনিংস ছিল। আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৯তম ম্যাচে ৩৩ বলে ৩০ রান করেছিলেন। ভারতের সাবেক অধিনায়কের এই ফর্মহীনতা নিয়ে কথা বলেছেন দিল্লি ক্যাপিটালসে খেলা ডেভিড ওয়ার্নার। 

 

কোহলিকে আরও দুই সন্তান নেয়ার পরামর্শ দিয়ে অজি তারকা বলেন, ‘আরও দুটি সন্তান নিন এবং ভালোবাসা উপভোগ করুন! ফর্ম অস্থায়ী এবং ক্লাস স্থায়ী। আপনি এটা হারাবেন না। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গেই এমন ঘটে।’

 

রসিকতার পর অবশ্য বাস্তবমুখী পরামর্শও দিয়েছেন অজি ওপেনার, ‘আপনি যতো ভালো খেলোয়াড়ই হন না কেনো, আপনার সবসময় উত্থান-পতন থাকবে। মাঝে মাঝে এখানে (ভালো ফর্ম) ফিরে আসার আগে আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। মৌলিক বিষয়গুলো মেনে চলুন।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর