ঢাকা, ০৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২
good-food
৩৯১

ফাইনালে টস নিয়ে যা বললেন অস্ট্রেলিয়া অধিনায়ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৯ ১৪ নভেম্বর ২০২১  

টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার কারণে একাধিক ম্যাচের ভাগ্য বদলে গেছে। তবে রবিবাসরীয় ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে টস বড় 'ফ্যাক্টর' হবে না বলেই মনে করছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

 

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে তারা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালের টিকিট নিশ্চিত করে। ফাইনাল ম্যাচ শুরুর আগেই দুই দেশের অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং কেন উইলিয়ামসন বিশ্বকাপ ট্রফির সঙ্গে রীতি মেনে ছবি তোলেন।

 

তার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিঞ্চের অভিমত, ফাইনাল ম্যাচে টস বড় 'ফ্যাক্টর' হবে না। তিনি বলেন, 'টস ফ্যাক্টরটা পিছনে ফেলা সম্ভব। সত্যি বলতে প্রতিযোগিতা জিততে একটা না একটা সময় তো প্রথমে ব্যাট করে ম্যাচ জিততেই হবে। পাকিস্তানের বিপক্ষে আমার মনে হয়েছিল আমি টস হারতে পারি। তার প্রধান কারণ ছিল সেমিফাইনালে প্রথমে ব্যাট করে আমরা একটা বড় স্কোর বোর্ডে তুলতে চেয়েছিলাম।

 

অজি অধিনায়ক বলেন, পরিস্থিতি এমন আপনি প্রথমে ব্যাট করতে না চাইলেও আপনাকে করতে হতেও পারে। ফাইনালের ক্ষেত্রেও ব্যাপারটা এক হতে পারে। আইপিএলের ফাইনালে আমরা দেখেছি এই উইকেটেই চেন্নাই প্রথমে ব্যাট করে বড় রান করে কী ভাবে ম্যাচটা জিতেছিল। সেই দিন আপনি কী করছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি স্কোরবোর্ডে যদি বড় রান করতে পারেন, তাহলে বিপক্ষের উপর চাপ পড়বে এবং সেক্ষেত্রে টস বড় 'ফ্যাক্টর' হবে না।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর