ঢাকা, ০৭ সেপ্টেম্বর রোববার, ২০২৫ || ২৩ ভাদ্র ১৪৩২
good-food
৪৭২

ফের টি–টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০৪ ১২ আগস্ট ২০২১  

আইসিসি টি–টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। আজ টি–টোয়েন্টির র‍্যাঙ্কিং নতুনভাবে হালনাগাদ করেছে আইসিসি। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে অলরাউন্ডারের শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছেন সাকিব।

 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত কেটেছে সাকিবের। ব্যাট হাতে পাঁচ ম্যাচে ২২.৮০ গড়ে করেছেন ১১৪ রান। বল হাতে পাঁচ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। সিরিজ সেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৮৬। এক রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন আফগান অলরাউন্ডার নবী। সাকিব টি–টোয়েন্টিতে ব্যাটসম্যানদের মধ্যে ৫৩ নম্বরে রয়েছেন। বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ১২তম স্থানে। 

 

টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করা পেসার মোস্তাফিজুর রহমান। পাঁচ ম্যাচে ৭ উইকেট নিয়ে দশ নম্বরে আছেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটসম্যানদের মধ্যে ৩৩ নম্বরে রয়েছেন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন টি–টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে আছেন ৪৩ তম স্থানে। স্পিনার নাসুম আহমেদ উঠে এসেছেন ৬৬ তম স্থানে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর