ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
৩০৬

ফেরিতে আটলান্টিক পাড়ি দিয়ে ক্রিকেটাররা অসুস্থ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৬ ১ জুলাই ২০২২  

সেন্ট লুসিয়া থেকে সমুদ্রপথে ফেরিযোগে ডোমিনিকার উদ্দেশে যাত্রা করে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সহজ ও কম সময়ে শেষ করতেই সমুদ্রপথে যাত্রা করেন তারা।

 

ফেরিতে ধারাভাষ্যকার আতহার আলী খানের সেলফিতে বন্দি হন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা।  কেউ ভাবেননি আতঙ্কে অসুস্থ হয়ে পড়বেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে আতহার লিখেন, ‘ফেরিতে করে ভয়ঙ্কর যাত্রা শুরু করার আগে।’

 

সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস বন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার ডোমিনিকার উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় থেকেই সমস্যা শুরু হয়। ক্রিকেটারদের মনে ভয় ঢুকতে থাকে। বিশালাকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। পেসার শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান অসুস্থ হয়ে পড়েন। তারা বমিও করেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর