ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
২৩৭

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০১ ৩০ ডিসেম্বর ২০২১  

গত দুই দিনে বর্ষসেরা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য চার জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।  বাংলাদেশের জন্য কোনো সুখবর না থাকলেও একদিনের ক্রিকেটে বর্ষসেরা হওয়ার দৌড়ে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, তার সঙ্গে লড়াইয়ে থাকা অন্য তিন জন বাবর আজম, জান্নেমান মালান ও পল স্টার্লিং।

বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব এই বছর ৯ ওয়ানডে খেলেছেন। দুটি ফিফটি রয়েছে তার। ৩৯.৫৭ গড়ে মোট রান ২৭৭। এছাড়া ১৭.৫২ গড়ে উইকেট নিয়েছেন ১৭টি।

বর্ষসেরার দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী বাবর ছয় ম্যাচে ৬৭.৫০ গড়ে দুটি সেঞ্চুরিসহ ৪০৫ রান করেন। এই বছর মাত্র ৬ ম্যাচ খেললেও দুটি সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ সিরিজ নিশ্চিতে দুটি জয়ের ম্যাচেই সেরা খেলোয়াড় হন পাকিস্তানের অধিনায়ক। ২২৮ রান করে সিরিজের দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান ছিলেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর