ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৮৩

বাংলাদেশ গেমসে সোনার পদক জিতলেন সালমা-জাহানারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৪ ১২ মার্চ ২০২১  

বাংলাদেশ গেমসের নবম আসরে নারীদের ক্রিকেট বিভাগে বাজিমাত  করল নীল দল। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতলেন তারা। শুক্রবার সিলেটে বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে সোনার পদক সালমা খাতুন, জাহানারা আলমদের হাতে উঠেছে।

 

আগামী ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়সূচি। তবে গেমস শুরুর চার সপ্তাহ আগে মাঠে গড়ায় নারী ক্রিকেট ইভেন্ট। সে সময় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে সিরিজ আছে । এজন্য আগেই  লড়াইয়ে মাঠে নেমেছিল তারা। নারী দলের এই প্রতিযোগিতা শুরু হয় গত ৬ মার্চ, শুক্রবার ফাইনাল হয়। 

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলা ক্রিকেটে স্বর্ণের লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ নীল দল ও সবুজ দল। গ্রুপ পর্বের দুই ম্যাচই জিতে ফাইনালে ওঠে।  শুক্রবার ফাইনালে সবুজ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সোনার পদক জয় করেছে নীল দল।

 

৫০ ওভারের ম্যাচে টস জিতে প্রতিপক্ষ সবুজ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নীল দলের অধিনায়ক সালমা। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সবুজ দল। জাহানারা আলম, মুমতা হেনাদের বোলিং তোপে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর