ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৬৮৫

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৬ ২৬ মে ২০১৯  

শেষ পর্যন্ত বৃষ্টির জয় হলো। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল দুই দলের লড়াই।

তবে সন্ধ্যা ৭টায়ও বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন রেফারি অ্যান্ডি পাইক্রফট।

বিশ্বকাপ সামনে রেখে এটি ছিল বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচে। তবে বৃষ্টির কারণে ১ বলও খেলা গড়ায়নি।  এমনকি টসও হয়নি।

বৃষ্টির পূর্বাভাস অবশ্য ছিল। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি।  সেই যে শুরু হয়েছে এখনও থামেনি।

২৮ মে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে মাশরাফি বাহিনী।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর