ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৭৬২

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির শংকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৮ ১০ জুন ২০১৯  

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও কি ভেসে যাবে বৃষ্টিতে ? এ  শঙ্কা এখন ক্রিকেট সংক্রান্ত সবার।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

 

জয় দিয়ে আসর শুরু করলেও টানা দুই ম্যাচে হেরে টাইগারদের পয়েন্ট এখন তিন ম্যাচে দুই। স্বাভাবিকভাবেই জয়ের জন্য মুখিয়ে আছে মাশরাফিবাহিনী।

 

কিন্তু আশঙ্কার খবর হলো, এই ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি।

অপরদিকে হার দিয়ে শুরু করা শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে। আর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তিন ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩।

 

এবার লঙ্কানদের চতুর্থ ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই ম্যাচ পরিত্যক্তও হওয়ার সম্ভাবনা দেখি দিয়েছে। তেমনটা হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুদলকে।

 

তবে ইংল্যান্ডের আবহাওয়া বড়ই অদ্ভুত। এখন পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টির পরপরই দেখা গেছে ঝলমলে রোদ। অতীতের অনেক ম্যাচে বৃষ্টির শঙ্কা মাথায় রেখে ম্যাচের দিন দেখা গেছে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে অন্তত সোমবার বিকেলে সাড়ে ৩ টা পর্যন্ত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর