ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৩৮১

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৭ ১০ ফেব্রুয়ারি ২০২১  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গেল বছরের এপ্রিলে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে ওই সফর স্থগিত করে তারা। অবশেষে দেরিতে হলেও বাংলাদেশে আসছে অজিরা। চলতি বছরের শেষদিকে এ সফর করবে তারা। তবে কোনো টেস্ট নয়, টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছেন ওয়ার্নার-স্মিথরা। 

 

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলতে আসছে অস্ট্রেলিয়া। 

 

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাদা বলের সিরিজে ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার সূচি রয়েছে বাংলাদেশের। একই সময়ে এদেশে সফরের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ফলে সিরিজটি হতে পারে ত্রিদেশীয়।

 

এ নিয়ে কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সবকিছু ঠিকঠাকাভাবে এগোলে শিডিউল চূড়ান্ত হবে। এমনটি হলে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এদেশে আসবে অজিরা। যদিও দুই দলের পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ ভবিষ্যতে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, অদূরে সীমিত ওভারের ক্রিকেটে ঠাসা সূচি রয়েছে উভয়ের।

 

২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনার করাল গ্রাসে তা ২০২১ সাল পর্যন্ত স্থগিত করে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, থেমে থাকা এ প্রতিযোগিতায় হবে ২০২২ সালে। আয়োজক থাকছে অস্ট্রেলিয়াই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর