ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪৭৮

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৪ ১২ নভেম্বর ২০১৯  

নিজ মাঠে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না জানিয়েছে স্বাগতিক ভারত । এমন মন্তব্য করে স্বাগতিক টেস্ট দলের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন, নিজেদের সামর্থ্য ভালোভাবে কাজে লাগানোর লক্ষ্যে তারা কাজ করছেন।

টি-টোয়েন্টি সিরিজে ভারতকে চাপে ফেলে দেয়া বাংলাদেশ দলের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনও সুযোগই নেই বলে সবাই ধারণা করলেও রাহানে বলেন, কোনও দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রতিটি পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ।

টি-টোয়েন্টি সিরিজে ভারত দ্বিতীয় মানের দল নিয়ে অংশ নিলেও টেস্ট সিরিজের ম্যাচকে সামনে রেখে তাদের প্রথম পছন্দের বোলার ও ব্যাটসম্যানরা স্কোয়াডে ফিরেছে। বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে যাচ্ছে স্বাগতিক ভারত। স্বাভাবিকভাবে ফেভারিটের তকমা তাদের গায়েই।

রাহানে বলেন, ‘বাংলাদেশ খুবই ভাল দল। তারা দলবদ্ধ হয়ে খেলে। তবে প্রতিপক্ষের চিন্তা বাদ দিয়ে আমরা নিজেদের সামর্থ্য নিয়েই ভাবছি। টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের ভাবনা জুড়ে রয়েছে ইন্দোর টেস্ট। জানি আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই ভালো খেলেছি। তবে এখন আমরা বর্তমানে আছি। কোনও সুযোগকেই আমরা হালকাভাবে নিতে রাজি নই।’

এদিকে আসন্ন গোলাপী বলের টেস্টকে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনকে অনুরোধ করেছে দলকে ফ্লাড লাইটে অনুশীলনের সুযোগ করে দিতে। যাতে বিরাট কোহলি ও তার সতীর্থরা গোলাপী বলে প্রথম ডে নাইট ম্যাচের প্রস্তুতি নিতে পারে।

কলকাতার ফ্লাড লাইটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অংশ নিবে বাংলাদেশ ও ভারত। দুই দলের জন্যই গোলাপী বলে এটি হবে প্রথম ম্যাচ। রাহানে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবেও ম্যাচটি নিয়ে খুবই রোমঞ্চিত। এটি একটি নতুন চ্যালেঞ্জ। আমি জানি না সেখানে কি হবে। তবে কয়েকটি সেশনে অনুশীলনের মাধ্যমে আমরা কিছুটা ধারণা পাব। এর মাধ্যমে আমরা বুঝতে পারব গোলাপী বল কতটা সুইং করে এবং সেশন ভিত্তিক এটি কেমন কাজ করবে।’

তিনি বলেন, ‘সমর্থকদের প্রত্যাশাতেও এটি আকর্ষণীয়। একজন ব্যাটসম্যান হিসেবে আমি মনে করি সেখানে কিছুটা মুভমেন্ট থাকবে। ভাল হবে দেরীতে ব্যাটিং করলে। এটি হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। তবে মানিয়ে নিতে কোন সমস্যা হবে না।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর