ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৬ কার্তিক ১৪৩২
good-food
৭১২

বাংলাদেশকে ৩৮৭ রানের টার্গেট ইংল্যান্ডের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৫ ৮ জুন ২০১৯  

বিশ্বকাপের ১২তম ম্যাচে বাংলাদেশকে ৩৮৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। পথে ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টটিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে ইংলিশরা।  

এর আগে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৩৮ রান। ২০১১ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে উইকেটে সংগ্রহ দাঁড় করায় তারা। 

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জেসন রয় জনি বেয়ারস্টো। দুজনে গড়েন ১২৮ রানের জুটি। ২০তম ওভারে মেহেদী মিরাজের অসাধারণ ক্যাচ বানিয়ে বেয়ারস্টোকে (৫১) ফেরান মাশরাফি। ২১ রানে জো রুটকে বোল্ড করেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে অপর প্রান্তে রানের চাকা সচল রাখেন রয়। ৩৫তম ওভারে মিরাজকে পরপর ছক্কা মেরে চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে খেলে যান ১২১ বলে ১৫৩ রানের অসাধারণ ইনিংস। ১৪ চার ছক্কায় মহাকাব্যিক ইনিংসটি সাজান রয়। 

তবুও বাংলাদেশ বোলাররা স্বস্তি পাননি। তাদের নিস্তার দেননি জস বাটলার অধিনায়ক ইয়ন মরগান। ৪৪ বলে ৬৪ রান করে দলকে বড় সংগ্রহের পথে রেখে বিদায় নেন বাটলার। আর মরগান করেন ৩৩ বলে ৩৫ রান। শেষ পর্যন্ত ইংল্যান্ড সংগ্রহ করে উইকেটে ৩৮৬।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন মেহেদি হাসান মিরাজ শিকার করেন ২টি করে উইকেট। এছাড়া মাশরাফি-মোস্তাফিজ ১টি করে উইকেট নেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর