ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭৫০

বাংলাদেশে আসছে না ওয়েস্ট ইন্ডিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ১ এপ্রিল ২০১৯  

ক্রাইস্টচার্চ হামলার ধকল কাটিয়ে উঠতে না পেরে রোববার বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আগামী মাসে সফরে আসার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ’এ’ দলের। তবে কিছু সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ সফরে না আসার সম্ভাবনা তৈরি হয়েছে ক্যারিবীয় যুব দলের।

নিরাপত্তা ইস্যুতে এ ‍সিদ্ধান্ত কি না? জবাবে সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, আসলে নিরাপত্তা নিয়ে কোনো কথা হয়নি। অভ্যন্তরীণ কিছু কারণে এ মুহূর্তে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন দেশেই বেশ কয়েকটি সফর নিয়ে আলোচনা করছে তারা। তবে চূড়ান্ত হয়নি কোনোটি।

আগামী ১০ এপ্রিল স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়ার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু সম্প্রতি দেশটির ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশতাধিক মুসল্লি নিহত হন। সেই ঘটনায় সেখানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে এ মুহূর্তে বাংলাদেশে আসছে না কিউই যুবারা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর