ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১৭৬

বাংলাদেশের ফুটবল এখনো জীবন্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৬ ৫ অক্টোবর ২০২১  

সাফ চ্যাম্পিয়নশিপে ১০ জনের দল নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। সোমবার (৪ অক্টোবর) মালেতে প্রতিবেশী দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।দলের হয়ে একমাত্র গোলটি করেন ইয়াসিন আরাফাত।এতে দেশের ফুটবল অঙ্গনে বইছে উন্মাদনার হাওয়া।

 

একসময় ভারতের চোখে চোখ রেখে লড়াই করতো বাংলাদেশ। তবে এখন চিত্রপট ভিন্ন। হালে প্রতিপক্ষ পড়শীদের সঙ্গে হার এড়ানোটাই বড় করে দেখেন দেশের ফুটবলপ্রেমীরা।

 

সেই সুর ধরে বাংলাদেশের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, বাংলাদেশের ফুটবল এখনো বেঁচে আছে। দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি ভারতের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট তিনি।

 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রজন বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে। তাদের ওপর আমার আস্থা ছিল। তারা টিম হয়ে খেলেছে। সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। তাই একজন খেলোয়াড় কম নিয়েও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম।’

 

তিনি বলেন, ‘ এ ম্যাচে আমরা বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। কিন্তু সবটাই কাজে লাগেনি। এটা খেলারই অংশ। ছেলেরা আমার কথা শুনেছে, ভালো করার চেষ্টা করেছে, এতেই আমি খুশি।’

 

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিততে পারলেই ফাইনালের টিকিট পাবে জামাল ভুঁইয়ারা। আগামী ৭ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর