ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৬৭

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না গেইল-রাসেলরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১২ ১৩ এপ্রিল ২০১৯  

আগামী মাসে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টিমটির নয়া নির্বাচক কমিটি ১৪ সদস্যের দল ঘোষণা করেন। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারাইনরা আইপিএলে ব্যস্ত থাকায় তাদের দলে সুযোগ দেয়া হয়নি। প্রথমবারের মতো ক্যারিবীয় ওয়ানডে দলে ডাক পেলেন ৩০টি টেস্ট খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান শন ডওরিচ। সাদা পোশাকে ৩টি সেঞ্চুরি ৮টি হাফসেঞ্চুরিতে ১ হাজার ৪০২ রান রয়েছে তার।
এছাড়া প্রায় দুবছর পর দলে ফিরেছেন পেসার শানন গ্যাব্রিয়েল জনাথন কার্টার। গ্যাব্রিয়েল ১৮ ওয়ানডেতে ২৩ উইকেট এবং কার্টার ২৮ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরিতে করেছেন ৫২৪ রান।
দল ঘোষণার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) ডিরেক্টর জিমি এডামস বলেন, ‘অন্তর্বর্তী কোচ ফ্লয়েড রেইফার, অধিনায়ক জেসন হোল্ডার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক রবার্ট হেইন্সককে নিয়ে দল গঠন করা হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক্যারিবীয়রা। তবে দলটিই বিশ্বকাপের জন্য নয়। কারণ, উইন্ডিজের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আইপিএল ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে নতুনদের জন্য এটি নিজেদের প্রমাণের মঞ্চ।
আয়ারল্যান্ডের ডাবলিনে আগামী থেকে ১৭ মে অনুষ্ঠিত হবে তিনজাতি সিরিজটি।
ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, রেমন্ড রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক) জনাথন কার্টার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর