ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৬৪৩

বাংলাদেশের হতাশাজনক সূচনার দিনেও অনন্য নজির সাকিবের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৮ ১৮ অক্টোবর ২০২১  

বিশ্বকাপ অভিযানে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাহমুদউল্লাহদের ছয় রানে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছে স্কটল্যান্ড। এমন দিনেও দুরন্ত নজির গড়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

 

ওমানের আল আমিরাত স্টেডিয়ামে গ্রুপ বি'র ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। এই ম্যাচেই নজির গড়েছেন সাকিব। প্রথমে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন বাংলাদেশী অলরাউন্ডার। একই সঙ্গে ভেঙে দেন শ্রীলঙ্কার প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড।

 

৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মালিঙ্গার শিকারের সংখ্যা ১০৭। স্কটল্যান্ডের বিরুদ্ধে নিজের ৮৯তম ম্যাচ খেলতে নামা সাকিবের সংগ্রহ ১০৮টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন টিম সাউথি। ৮৩টি ম্যাচ খেলা কিউই পেসারের ঝুলিতে রয়েছে ৯৯ উইকেট।

 

সাকিব, মেহেদির যুগলবন্দির সামনে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তুলেছিল স্কটল্যান্ড। স্কটিশদের নিয়ন্ত্রিত বোলিং আর নিজেদের ব্যাটিং ব্যর্থতায় সেই রানটুকুও তুলতে পারেননি মাহমুদউল্লাহরা। ক্রিকেট পন্ডিতদের অবাক করেই ৬ রানে জয় পেয়েছে স্কটল্যান্ড।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর