ঢাকা, ০৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ২৩ ভাদ্র ১৪৩২
good-food
৫০৫

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৬ ৮ মার্চ ২০২১  

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী।  বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী রবিবার কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

মিঠুন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন বলে কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো। কলকাতার ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদির হাত থেকে বিজেপির হাতে তুলে নিতে পারেন মিঠুন, সেই জল্পনা ছিল। সকালেই ব্রিগেডের উদ্দেশে রওনা দেন মিঠুন। মোদি পৌঁছানোর আগেই ব্রিগেড মঞ্চে কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন।


এরপর বক্তব্যে  মিঠুন বললেন, ‘আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করব। কিন্তু এমনটা ঘটবে। আমি ভাবিনি। এতবড় নেতা, নরেন্দ্র মোদির মতো একজন নেতার সঙ্গে এখানে আসতে পেরেছি। এটা স্বপ্ন ছাড়া আর কী? গরীবের জন্য় আমি কিছু করতে চাই। এটাও স্বপ্ন ছিল আমার। স্বপ্ন হৃদয় দিয়ে আসে। আমি বাঙালি, আমি গর্বিত আমি বাঙালি।' 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর