ঢাকা, ৩০ আগস্ট শনিবার, ২০২৫ || ১৫ ভাদ্র ১৪৩২
good-food
৪১৯

বিবাহিত পুরুষই বেশি পছন্দ সারার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৮ ২২ ডিসেম্বর ২০২১  

সম্প্রতি ভারতের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণে’র স্পেশাল এপিসোডে আসেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। তার নতুন সিনেমা ‘অতরঙ্গী রে’ সিনেমার প্রচারে এসেছিলেন তিনি।

 

মজার ব্যাপার হলো  ‘সারা’ যতবারই করণের এই অনুষ্ঠানে এসেছেন ততবারই কোনো না কোনো মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন। এবারও তার ব্যতিক্রম করেন নি তিনি।

 

অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়েছিলো এমন চারজন অভিনেতার নাম বলুন, যাদের বর হিসেবে চাইবেন? সময়ক্ষেপণ না করেই সারা জানান, তিনি রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান ও বিজয় দেবারাকোন্ডাকে চান। 

 

সারার জবাব শুনে করন বলে ওঠেন- ‘‘তাদের স্ত্রীরা কিন্তু দেখছে!’’ এরপর পাল্টা জবাব দেন সারাও। বলেন- ‘‘আশা করি তাদের স্বামীরাও দেখছেন। বিবাহিত পুরুষই আমার পছন্দ।’’

 

প্রসঙ্গত, ‘আতরাঙ্গি রে’ সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এর সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর