ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭২৪

বিশ্বকাপ থেকে স্টেইনের বিদায়, আইপিএলকে দুষছেন ডু প্লেসিস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৭ ৫ জুন ২০১৯  

ভারতের বিপক্ষে নামার আগে বড়সড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন প্রোটিয়া তারকা পেসার ডেল স্টেইন। গুঞ্জন, চোটের কারণে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন তিনি।

স্টেইনকে এভাবে হারানোয় আইপিএলকে দুষছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। তিনি বলেন, ডেল যদি আইপিএলে না খেলত, তা হলে হয়তো সে এখন সুস্থ থাকত।  কিন্তু এসব ব্যাপার তো আর আমাদের হাতে নেই। স্টেইনের বদলি হিসেবে ইতিমধ্যে বাঁহাতি পেসার বিউরেন হেন্ডরিক্সকে ডেকে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। চলতি বছরের শুরুতে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় ২৮ বছর বয়সী পেসারের। শুরুটা তেমন নজরকাড়া নয়। তবে বেশ জোরে বল করতে পারেন তিনি। এজন্যই তাকে নেয়া।

এর আগে ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একাদশের বাইরে ছিলেন স্টেইন। এরপর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি তিনি। দুই ম্যাচেই হেরে কোণঠাসা প্রোটিয়ারা।

ডান কাঁধের চোটের কারণে সবশেষ আইপিএললে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই সরে দাঁড়ান ৩৫ বছর বয়সী গতিতারকা। কাঁধের চোটেই ২০১৬ সালের নভেম্বর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

লম্বা বিরতির পর মাঠে ফিরেও দেশের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলো না স্টেইনের। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলনেও ছিলেন না অভিজ্ঞ স্পিডস্টার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর