ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৬৬৪

বিশ্বকাপে আজ ভারত পাকিস্তানের মর্যাদার লড়াই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১৬ ১৬ জুন ২০১৯  

চলতি বিশ্বকাপের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ভারত-পাকিস্তান দ্বৈরথ আয়োজনে প্রস্তুত। বৃষ্টি বাগড়া না দিলে বিকেল সাড়ে ৩টা থেকে দুদলের মহারণের ম্যাচ টিভির পর্দায় উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। বলা হচ্ছে ইংলিশ সামারের বৃষ্টি এলোমেলো করে দিতে পারে সবকিছু!


ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচ খেলে কখনোই হারেনি ভারত। আজ রেকর্ডটা আরো একধাপ বাড়িয়ে নিতে মাঠে নামবে মেন ইন ব্লু শিবির। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত অজেয় থেকে যাওয়া ভারত জয়রথটা চালিয়ে যেতে চায় দাপটে পারফরম্যান্স উপহার দিয়ে।
‘ফাইনালের আগের এই ফাইনাল’-এ ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। তবে ইনজামাম ইতিহাস নিয়ে পড়ে থাকতে রাজি নন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আগের ফলাফল কোনো ভূমিকাই রাখে না। ম্যাচের দিন যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমি আশা করছি, এবার পাকিস্তান জিতবে। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ জিতেছে পাকিস্তান। আশা করছি, এ ম্যাচের পর তাদের ভাগ্য পাল্টে যাবে।’

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ, সেটিও আবার বিশ্বমঞ্চে। পাকিস্তানের ওপর চাপ থাকাটা তাই অস্বাভাবিক কিছু নয়। তবে সরফরাজরা ভরসা খুঁজতে পারেন পূর্বসূরি ইনজামামের কথায়, ‘সবকিছুরই তো একটা শুরু থাকে। যেহেতু বিশ্বকাপে পাকিস্তান কখনো ভারতকে হারাতে পারেনি, চাপটা তাই পাকিস্তানের ওপরেই থাকবে। 

অনেকেই বলছেন, ভারতকে হারাতে হলে শুরুতে উইকেট তোলার বিকল্প নেই পাকিস্তানের। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও শুরুতে উইকেট তুলেই ভারতকে হারিয়েছিল পাকিস্তান।
তবে এ বিশ্বকাপে পাকিস্তানি বোলাররা  খুব বেশি উইকেট নিতে পারছেন না। ইনজামাম অবশ্য আশাবাদী, পাকিস্তানের বোলারদের শুরুর ওভারগুলোতে উইকেট তোলার সামর্থ্য আছে।  এখনো পর্যন্ত এ বিশ্বকাপে শুরুর দিকে তেমন উইকেট ফেলতে পারেনি তারা। তবে পাকিস্তানের বোলারদের সে সামর্থ্য অবশ্যই আছে।’

শুধু এটুকুই নয়, ইনজামাম আশাবাদী, এ আসরের ফাইনালের এক দল হবে পাকিস্তান, ‘পাকিস্তান অবশ্যই এবারের ফাইনাল খেলবে। ইংল্যান্ড দারুণ একটি দল। ভারত বা অস্ট্রেলিয়াও অপর দলটি হতে পারে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর